/anm-bengali/media/media_files/313oCiXCPwCWckdbi24l.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা : এক একজন আড়াইশো থেকে তিনশোটি ভোট দিয়েছে! পুনর্নির্বাচনের দিন সাংবাদিক বৈঠক থেকে এমনই দাবি করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্যে ছাপ্পা ভোট সহ জলে ব্যালট ফেলে দেওয়া, অশান্তির ঘটনায় সুর চড়িয়েছেন শাসক দলের বিরুদ্ধে। আদালতে যাবেন বলেও জানিয়েছেন। বিরোধী দলনেতা জানিয়েছেন, ''আদালতে যেতে হবে বিজেপিকে। সেখানে ইতিমধ্যেই মামলা বিচারাধীন। আমরা সকালে কিছু আবেদন জমা দেব। আমাদের সুপ্রিম কোর্টের আইনজীবীও আসছেন। ক্ষতিপূরণের একটি আবেদন রয়েছে বিজেপির। দ্বিতীয় দাবি এনআইএ তদন্তের। তৃতীয় আবেদন সিবিআই তদন্তের। চতুর্থ আবেদন সিসিটিভি ফুটেজ ভিডিওগ্রাফির। পুনরায় ভোট হতে বাধ্য বলে জানান শুভেন্দু। বলেন, একজন ব্যক্তি একটি আঙুলের ছাপ দিয়ে বেশ কয়েকটি ভোট দিয়েছেন, তাই আঙ্গুলের ছাপ বিশেষজ্ঞের মাধ্যমে তদন্ত করা উচিত।''
#WATCH | West Bengal | We'll have to go to the courts, it's already pending there...We will be filing some applications in the morning. Our Supreme Court lawyer is also coming. One application for compensation, second application for the NIA, third application for the CBI, and… pic.twitter.com/i7hvt1EBI3
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us