খাতা খুললো বিজেপি!

ঘাটালে বিজেপির স্কোর ২! পশ্চিম মেদিনীপুরে অনেকটাই পিছিয়ে বিজেপি। এগিয়ে গিয়েছে তৃণমূল। দখলীকৃত পঞ্চায়েতের সংখ্যাও বেশি।

author-image
Pallabi Sanyal
আপডেট করা হয়েছে
New Update
bjp bihar.jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর : সমগ্র পশ্চিম মেদিনীপুর জেলার নিরিখে বিচার করলে তৃণমূলের থেকে অনেকটাই পিছিয়ে রয়েছে বিজেপি। তবে, ঘাটালে দখলে এল দুটি গ্রাম পঞ্চায়েত। ঘাটাল ব্লকের দুটো গ্রাম পঞ্চায়েত বিজেপি দখল করল। ইড়পালা ও মনোহরপুর এক গ্রাম পঞ্চায়েতের ২ টি আসনে ফুটলো পদ্মফুল।