Pallabi Sanyal
আপডেট করা হয়েছে
New Update
/anm-bengali/media/media_files/VBfK2rzvJcEyDofQiNPL.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা : হামলা! আক্রমণ! রক্তক্ষরণ! এ যেন থামার নয়। ভোট যত এগিয়ে আসছে অশান্তি থামার বদলে বেড়ে চলেছে। হাওড়ার জগৎবল্লভপুরে আক্রান্ত আইএসএফ প্রার্থী। কাঠগড়ায় তৃণমূল। প্রচারেও যেন শান্তি নেই। প্রচারের মাঝেই আইএসএফ প্রার্থীর ওপর হামলা থেকে এলাকায় ভাংচুড় ও তাণ্ডবের অভিযোগ উঠেছে। এর শেষ কোথায়? প্রশ্ন এখন একটাই।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us