/anm-bengali/media/media_files/b4PwIUp80HhNuFI2Oj7l.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা: ফের কমিশনকে চিঠি পাঠাল স্বরাষ্ট্রমন্ত্রক। চিঠির মাধ্যমে কেন্দ্রের তরফে জানিয়ে দেওয়া হল কোন রাজ্যে কোন কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে সেই বিষয়টি। এদিন কমিশনে ঢোকার সময়ই বিষয়টি সাংবাদিকদের জানান রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা।
তিনি জানান, ‘৩১৫ কোম্পানির সম্মতি আগেই দিয়েছিল কেন্দ্র। সেই মোতায়েক গতকাল রাতে স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জানানো হয়েছে আরও ৩১৫ কোম্পানি রাজ্যে আসছে। আশা করা যায় আজ থেকেই রাজ্যে আসতে শুরু করবে কেন্দ্রীয় বাহিনীরা’। এরপরই জানা যায়, স্বরাষ্ট্রমন্ত্রক যে চিঠি পাঠিয়েছে তাতে বলা হয়েছে, ১১ জেলায় পাঠান হচ্ছে সিআরপিএফ জওয়ান, ৬ জেলায় পাঠানো হচ্ছে সিআইএসএফ জওয়ান, ৯ জেলায় আসছে বিএসএফ। এর মধ্যে উল্লেখযোগ্য ভাবে গুরুত্ব দেওয়া হয়েছে - দুই ২৪ পরগণা, ঝাড়গ্রাম, নদীয়া জেলাকে। যেখানে সিআরপিএফ জওয়ান মোতায়েন করা হচ্ছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us