/anm-bengali/media/media_files/m7s93tGagpZpxBwqYZAP.jpg)
নিজস্ব প্রতিনিধি, কেশপুর : আর পাঁচটা বারের মতো অশান্তির ছবি দেখা গেল না কেশপুরে! ২০২৩ এর পঞ্চায়েত ভোটে (Panchayat Election) কেশপুর (Keshpur) ব্লকের ১১ নম্বর অঞ্চলের অন্তর্গত উচাহার ১৯৫ বুথে চলছে শান্তিপূর্ণ নির্বাচন। একসঙ্গে দাঁড়িয়ে কোলাকুলি করতে দেখা গেলো তৃণমূল কংগ্রেসে প্রার্থী শেখ হসিনুদ্দীন ও কংগ্রেস প্রার্থী আব্দুর জব্বর মল্লিককে।
/anm-bengali/media/media_files/nTSrW7rSdeOK8XDPr26k.jpg)
ভোট কেন্দ্রের সামনে দাঁড়িয়ে রয়েছে ৩ টি রাজনৈতিক দলের প্রার্থীরা। তৃণমূল, সিপিএম এবং কংগ্রেসের সৌভাতৃত্বের ছবি ফুটে উঠলো কেশপুরে। পঞ্চায়েত ভোটে কার্যত নজির গড়ল কেশপুর! বুথে লাইনে দাঁড়িয়ে থাকা জীবনের প্রথম ভোট দিতে আসা স্নেহা পারভিন জানান, ''লাইনে দাঁড়িয়ে ভোট দিতে ভালো লাগছে।'' লাইনে দাঁড়িয়ে থাকা আরও এক ভোটার সারফুদ্দিন মল্লিক জানান, ''দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে রয়েছি, ভোট খুব স্লো চলছে।'' তবে শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে জানান তিনটি রাজনৈতিক দলেরই প্রার্থীরা।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us