New Update
/anm-bengali/media/media_files/s2l1TkbwjRBNF6ppFPXz.jpg)
উটি যাওয়ার পথে রয়েছে এক পাহাড়ি শহর। তামিলনাড়ুর নীলগিরির কোটাগিরি পর্যটকদের জন্য এক মনোরম পরিবেশ সম্পন্ন অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য্যে মোড়া এক পর্যটন কেন্দ্র। এই জায়গাটির সঙ্গে জড়িয়ে রয়েছে ইতিহাসও।
/anm-bengali/media/media_files/WL8eEizZTG6OMUbnFrhD.jpg)
/anm-bengali/media/media_files/LadoUOgyZhyzjMz5YpfM.jpg)
পাহাড়ের কোলে ছোট্ট একটি শহর। চারিদিক তার সবুজে সবুজ। চা বাগানের মাঝে রয়েছে অসংখ্য সুন্দর সুন্দর গাছ। আর চা বাগানের চারিপাশ ঘিরে রয়েছে পাহাড়। উপরি পাওনা নীল আকাশে সাদা মেঘের ভেলা। সব মিলিয়ে চোখে না দেখলে এই সৌন্দর্য্য উপলব্ধি করা যাবে না। এএনএম নিউজের এডিটর ইন চিফ অভিজিৎ নন্দী মজুমদারের চোখ দিয়ে অনুভব করুন সেই মনোমুগ্ধকর দৃশ্য। দেখুন ভিডিও।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us