New Update
/anm-bengali/media/media_files/tSm4bg9wrzkJAsrgp1Kg.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ বিজ্ঞানীদের বড় সাফল্য। মানবজাতির ক্ষেত্রেও সাফল্য বটে। NASA আর্টেমিস মিশনের (Artemis Mission) সাহায্যে চাঁদে নভোশ্চর পাঠানোর ব্যাপারে কাজ চালাচ্ছে। চাঁদের (Moon) মাটিতে দীর্ঘ সময় টিকে থাকার জন্য কৃত্রিম উপায়ে অক্সিজেন তৈরি করেছেন বিজ্ঞানীরা। জানা গিয়েছে, নকল চাঁদের মাটি থেকে অক্সিজেন নিষ্কাশন করা সম্ভব হয়েছে। এই প্রথম বায়ুহীন কোনো পরিবেশে অক্সিজেন তৈরি করা সম্ভব হয়েছে।