শ্রাবণের প্রথম সোমবার, বল্লাল সেনের রাঢ়েশ্বর শিব মন্দিরে উপচে পড়া ভিড়

বল্লাল সেনের রাঢ়েশ্বর শিব মন্দিরে উপচে পড়া ভিড়।

author-image
Aniket
New Update
Screenshot 2025-07-21 3.37.18 PM

নিজস্ব প্রতিনিধি: রাজা বল্লাল সেনের জটিল রোগ নির্মূল হয়েছিল রাঢ়েশ্বর শিবমন্দির স্থাপন করে। অলৌকিক সেই মন্দিরে বাঁকে করে জল ঢালার জন্য উপচে পড়ে ভিড় শ্রাবণ মাসের সোমবারগুলিতে। অগাধ ভক্তি আর মনের আস্থা নিয়ে শিবলিঙ্গে জল ঢাললে মনস্কামনা পূরণ হয় বলেও অনেকের মত। ইতিহাস বলছে প্রায় ৮০০ বছর আগে গড় জঙ্গলে আধিপত্য বিস্তার করেছিলেন রাজা বল্লাল সেন।

শ্রাবণ মাসের প্রথম সোমবার আজ। ভোর থেকে ১৫ কিলোমিটার দূরে কেউ অজয় নদ থেকে আবার কেউ সম দূরত্বের দামোদর নদ থেকে বাঁকে করে কলসির মাধ্যমে জল তুলছেন। তারপরেই রাঢ়েশ্বর শিব মন্দিরে পৌঁছে মহাদেবের মাথায় ঢালছেন। কয়েক হাজার মানুষের সমাগম সকাল থেকেই। নজরদারি চালাচ্ছে, কাঁকসা থানার মলানদিঘী ফাঁড়ির পুলিশ। পায়েল ঘোষ নামের এক ভক্ত বলেন, "আমি সকাল ন'টা থেকে দাঁড়িয়ে আছি। যা ভিড় হয়েছে মনে হচ্ছে দুপুর গড়িয়ে যাবে পুজো দিতে। তবে মহাদেবের পূজো দিতে একটু অপেক্ষা তো করতেই হবে।"

Screenshot 2025-07-21 3.36.18 PM