/anm-bengali/media/media_files/FUsuftfagmhS3FokFsFn.jpg)
মা-দিবস
নিজস্ব সংবাদদাতা : সদ্যই মাতৃদিবস পেরিয়ে এসেছি আমরা। মায়ের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা জ্ঞাপনের জন্য একটা লাইনই যথেষ্ট, ''মা, আমি তোমাকে ভালোবাসি''। সন্তানকে গর্ভে ধারণ করা থেকে প্রসবের পর তাকে সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করা, জীবনের চলার পথে মাথা উঁচু করে বাঁচতে যে শেখায় সেই হল মা।
/anm-bengali/media/media_files/QdvvnKpMUISLE4SGnvMB.jpg)
অন্যদিকে, পশু-প্রাণীরাও একইভাবে মাতৃত্বের কর্তব্য পালন করে। বাঘ হোক বা সিংহ-হাতি-ঘোড়া, গরু-ছাগল- ভেড়া, কুকুর-বিড়াল সকলেই সন্তান ধারণের সময় থেকে প্রসব পর্যন্ত একই রকম যন্ত্রণা-কষ্ট ভোগ করে। এরপর সন্তানের জন্ম হলে তাকে আগলে রাখে সারাক্ষণ। ঝড়-জল-রোদ থেকে রক্ষা করে।
/anm-bengali/media/media_files/iJmstgr2vtdwDzKiaEUa.jpg)
বিপদ বুঝে কখনো মুখে করে সরিয়ে নিয়ে যায় নিরাপদ স্থানে। মনুষ্য সন্তানের ক্ষেত্রে সন্তানকে লালন পালন করে স্কুলের দরজা পর্যন্ত পৌঁছে দেওয়ার মতো গুরুদায়িত্ব পালন করে একজন মা। সন্তানের জ্ঞান আহরনেও তার অবদান অনস্বীকার্য।
/anm-bengali/media/media_files/heW5jyPQwjTcyHO4uDxH.jpg)
নতুন জামা পরিয়ে, চুল আঁচরিয়ে দিয়ে, ব্যাগে খাতা-বই গুছিয়ে দেওয়া থেকে টিফন বক্স, জলের বোতলটাও মাই ভরে দেয়। মাতৃত্ব দিবস উদযাপনে আসুন স্মরণ করি সকল মায়ের কথাই। প্রতিবন্ধকতাকে জয় করে সন্তানকে ভালো রাখার জন্য মায়েদের যে লড়াই তাকে জানাই কুর্ণিশ। রইলো কিছু হৃদয় বিদারক ছবি।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us