নিজস্ব সংবাদদাতা: গরম ক্রমশই বাড়ছে। এই পরিস্থিতিতে বাইরে যাওয়া মানে অবস্থা খারাপ হওয়া। গরমকালে ত্বকের সৌন্দর্য গায়েব হয়ে যায় নিমেষেই। মেকাপ যে কি হয় তা আর মেয়েদের বলে দিতে হবে না। তবে এই গরমেও মেকাপ ছাড়াও গ্লো আনা সম্ভব মুখে।
তার জন্য মিক্সিতে পেস্ট করে নিন টমেটো, শসা ও ঘৃতকুমারী। তার আগে মুখে ভালো করে আইস রাব করুন। তারপর ২০ থেকে ২৫ মিনিটের জন্য মুখে লাগান এই মিশ্রণ। তারপর ঠান্ডা জলে ধুয়ে ফেলুন। তারপর আবার কিছুক্ষণ মুখে বরফ লাগান। দিনে দুইবার এই পদ্ধতি ট্রাই করুন। দেখবেন মুখের গ্লো গরম কালেও অটুট থাকবে।
d