New Update
/anm-bengali/media/media_files/ZlmoWnUU87EiS4UdtLrH.jpg)
নিজস্ব সংবাদদাতা: এই পৃথিবীতে বিভিন্ন প্রাণী বিভিন্ন সময় এমন অনেক কর্মকাণ্ড ঘটায় যা হৃদয় স্পর্শ করে যায় আমাদের। এরকমই একটি ভিডিও এবার নেট মাধ্যমে ভাইরাল হয়েছে। যেখানে একটি বিড়াল ছানাকে রক্ষা করতে একটি হনুমানের আপ্রাণ প্রচেষ্টাকে দেখতে পাওয়া যাচ্ছে। বিড়াল ছানাটি একটি কর্দমাক্ত স্থানে আটকে যায়। বিড়াল ছানার কান্নার আওয়াজ পেয়ে সেখানে পৌঁছায় হনুমানটি। বিড়াল ছানাটিকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যায় সে। হৃদয়গ্রাহী এই ভিডিওর সাক্ষী হন আপনিও-
Witness the most heartwarming monkey rescue ever! 🐵❤️ pic.twitter.com/zYuYxIkLme
— CCTV IDIOTS (@cctvidiots) April 16, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us