New Update
/anm-bengali/media/media_files/A9hemNGmwlUdOcOhUyG0.jpg)
সবুজ শিল্প! উটির কর্ণাটক উদ্যানে প্রবেশ করলে এমনটাই উপলব্ধি হবে আপনার। যেদিকে তাকাবেন সবুজে সবুজ। কর্ণাটক উদ্যান একদিকে যেমন ফুলের বাগান, তেমনই শিল্পের বাগান। আবার সবুজের বাগান, বিজ্ঞানের বাগানও। বগানের ওপরে নীল আকাশের বুকে খেলে বেড়ায় সাদা মেঘের ভেলা। আর বাগানের বুকে রয়েছে এক টুকরো জলাশয়। সব মিলিয়ে দারুণ সৌন্দর্য্য ও প্রকৃতির সান্নিধ্যে আসার সুযোগ পাবেন আপনি। বিশেষ আকর্ষণ হল, ঝুলন্ত সেতু। ব্রিজ থেকে পুরো বাগানের দৃশ্য উপভোগ করতে দেখুন ভিডিওটি। কর্ণাটক উদ্যানে ভার্চুয়ালি সফর করুন এএনএম নিউজের এডিটর ইন চিফ অভিজিৎ নন্দী মজুমদারের সঙ্গে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us