/anm-bengali/media/media_files/2025/08/02/screenshot-2025-08-02-107-am-2025-08-02-10-09-24.png)
নিজস্ব সংবাদদাতা: আজ অযোধ্যার বিখ্যাত হনুমানগড়ী মন্দিরে ভোর থেকে ভক্তদের ঢল নামে। শত শত ভক্ত প্রভাতবেলা থেকেই মন্দির প্রাঙ্গণে সমবেত হন পুজো ও প্রার্থনা জানাতে। ধর্মীয় আবেগ ও ভক্তির আবহে মন্দির চত্বর রয়েছে মুখরিত।
হিন্দু ধর্মে বিশেষ তাৎপর্যপূর্ণ এই মন্দিরে ভক্তরা ভগবান হনুমানের আশীর্বাদ কামনায় বিভিন্ন ধরনের পূজা-অর্চনায় অংশ নেন। আজকের দিনে বিশেষ কোনো উৎসব না থাকলেও, শ্রাবণ মাসের পবিত্রতা ও শুক্রবারের মাহাত্ম্য উপলক্ষে বহু ভক্ত একত্রিত হন। অনেকেই মাথায় প্রসাদ ও মালা নিয়ে মন্দির চূড়ায় পৌঁছনোর জন্য ৭৬ সিঁড়ি অতিক্রম করেন, যা হনুমানগড়ীর একটি বিশেষ বৈশিষ্ট্য।
/anm-bengali/media/post_attachments/aea00909-27e.png)
স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ও ভিড় নিয়ন্ত্রণে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশ, সিভিল ডিফেন্স ও স্বেচ্ছাসেবী সংস্থাগুলিও ভক্তদের সুবিধার্থে কাজ করছেন।
একজন ভক্ত জানিয়েছেন, “প্রতিবার এখানে এলে মনে হয় যেন এক অন্যরকম শান্তি মেলে। আজ খুব ভালোভাবে পুজো হয়েছে।”
#WATCH | Ayodhya, Uttar Pradesh: Devotees gather in large numbers at the Hanumangarhi Temple to offer prayers. pic.twitter.com/v2PrHX604s
— ANI (@ANI) August 2, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us