তারকেশ্বর লাইনে ৯ জোড়া ট্রেনের ঘোষণা

কি ঘোষণা করা হল রেলের তরফে?

author-image
Aniket
New Update
Screenshot 2025-07-05 11.45.00 AM

নিজস্ব প্রতিনিধি: শ্রাবণের রবি, সোমবার সহ বিশেষ দিনগুলোতে রাতেও ট্রেন চলবে হাওড়া - তারকেশ্বর শাখায়। চলছে আষাঢ় মাস আর কয়েকদিন পরেই শ্রাবণ মাস। শৈবতীর্থে অনুষ্ঠিত হবে এক মাসের শ্রাবণী মেলা। শাস্ত্রে শ্রাবণ মাসকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। কথিত আছে এই মাসে ভগবান শিবকে সহজেই প্রসন্ন করা যায়। এমনটা বিশ্বাস করা হয় যে, কেউ যদি মহাদেবের আশীর্বাদ পান তাহলে তার জীবনে কোনও কিছুর অভাব হয় না। বাংলামতে পুরো শ্রাবণ মাস বাবার মাস হলেও কিন্তু হিন্দি পঞ্জিকা মতে গুরু পূর্ণিমা থেকে রাখি পূর্ণিমা পর্যন্ত চলে শ্রাবণ মাস। সেইমতো আগামী ২৫ আষাঢ় ইংরেজি ১০ জুলাই বৃহস্পতিবার গুরু পূর্ণিমার থেকে শৈবতীর্থ তারকেশ্বরে শুরু হবে শ্রাবণী মেলা। মেলাকে সুস্থ ভাবে সম্পন্ন করার লক্ষ্যে ইতিমধ্যেই  প্রশাসনিক স্তরে হয়েছে কয়েক দফা বৈঠক। মেলা উপলক্ষে প্রতি বছরই কয়েক লাখ ভক্তের সমাগম ঘটে তারকেশ্বরে। শুধু রাজ্য নয়, রাজ্যের বাইরে থেকেও বিপুল সংখ্যক মানুষ আসে ভোলে বাবার মাথায় জল ঢালতে। শেওড়াফুলি থেকে তারকেশ্বর পর্যন্ত ১২ নম্বর রুটের রাস্তা টানা একমাস জলযাত্রীদের ভিড়ে কার্যত স্তব্ধ হয়ে যায়। শ্রাবণী মেলা উপলক্ষে প্রতিবছরই অতিরিক্ত রেলের ব্যবস্থা করে থাকে পূর্ব রেল। তবে এবছর তারকেশ্বরের শ্রাবণী মেলা উপলক্ষে বিশেষ ট্রেন চালাতে চলেছে পূর্ব রেল।  জুলাই ও আগস্ট মাসজুড়ে চলে এই মেলা। তারকেশ্বরের পাশাপাশি মারাত্মক ভিড়ের ছবি দেখা যায় শেওড়াফুলিতেও।

ভক্তরা গঙ্গার জল নিতে নামেন এখানে, ফলে প্রচুর ভিড় হয় এই স্টেশনে। আর তা সামাল দিতেই এবছর হাওড়া থেকে তারকেশ্বর পর্যন্ত চার জোড়া ও শেওড়াফুলি থেকে তারকেশ্বর পর্যন্ত পাঁচ জোড়া স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। ১০ জুলাই থেকে শুরু হচ্ছে শ্রাবণী মেলা। মেলার সময় সবথেকে বেশি সংখ্যক অতিরিক্ত ট্রেন দেওয়া হয়েছে রবিবার ও সোমবার। ১০ জুলাই, ১৩ জুলাই, ১৪ জুলাই, ২০ জুলাই, ২১ জুলাই, ২৭ জুলাই, ২৮ জুলাই, ২৯ জুলাই, ৩ আগস্ট, ৪ আগস্ট, ৯ আগস্ট, ১০ আগস্ট, ১১ আগস্ট, ১৫ আগস্ট, ১৬ আগস্ট, ১৭ আগস্ট, ১৮ আগস্ট এই স্পেশাল ট্রেন গুলো চলবে। স্পেশাল ট্রেনগুলি হাওড়া থেকে রাত ১২:৩০, ভোর ৪:১৫,  দুপুর ১২: ৪০,  দুপুর ১: ২০ মিনিটে ছাড়বে। তারকেশ্বর পৌঁছাবে যথাক্রমে রাত ২ টো, ভোর ৫ টা ৪৫, দুপুর ২ টো ১০, দুপুর ২ টো ৫০ মিনিটে। তারকেশ্বর থেকে থেকে চার স্পেশ্যাল ট্রেনের মধ্যে একটি ছেড়ে আসবে রাত ২: ৩০, সকাল ১০: ৫৫, ১১: ৩৫ ও রাত ৯ :১৭ মিনিটে।এছাড়াও শেওড়াফুলি এবং তারকেশ্বরের মধ্যে পাঁচ জোড়া ইএমইউ স্পেশাল ট্রেন চালানোর কথা জানিয়েছে রেল। শেওড়াফুলি-তারকেশ্বর ইএমইউ স্পেশাল শেওড়াফুলি থেকে সকাল ০৬: ৫৫ মিনিট, ০৯: ২০ মিনিট, ১১: ০৫ মিনিট ও বিকেল ৪: ১৫ মিনিটে এবং রাত ৭: ৩৫ মিনিটে ছেড়ে যাবে। বিপরীত দিকে তারকেশ্বর-শেওড়াফুলি ইএমইউ স্পেশাল তারকেশ্বর থেকে সকাল ০৫: ৫৫ মিনিট, ০৮: ২০ মিনিট, ১০: ০৫ মিনিট ও দুপুর ২: ৪৬ মিনিটে এবং সন্ধ্যা ৬: ৩৫ মিনিটে ছাড়বে।