২৬টি আসনে জয়! ক্ষমতায় কংগ্রেস?

৪০ সদস্যের মিজোরাম বিধানসভার নির্বাচন হবে ৭ নভেম্বর এবং ভোট গণনা হবে ৩ ডিসেম্বর। মিজোরাম বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে ১৭ ডিসেম্বর। উত্তর-পূর্বাঞ্চলীয় এই রাজ্যে ক্ষমতায় রয়েছে মিজো ন্যাশনাল ফ্রন্ট।

author-image
SWETA MITRA
New Update
rahul mijooo.jpg

নিজস্ব সংবাদদাতাঃ আগামীনভেম্বরমিজোরামে বিধানসভা নির্বাচন (Mizoram Vote 2023) হবে। আর এই ভোটে জিতে রাজ্যে ক্ষমতায় আসবে কংগ্রেস বলে আশাবাদী নেতারা। আসন্ন এই বিধানসভা ভোট প্রসঙ্গেমিজোরামকংগ্রেসসভাপতিলালসাওতা বড় মন্তব্য করলেন। তিনিবলেন, "আমরাসরকারগঠনেরআশাকরছি।আমরাসংখ্যাগরিষ্ঠতাপাবো।আমিমনেকরিআমরা২৬টিআসনপাব।গতপাঁচবছরমিজোরামেরমানুষেরজন্যএকটিবিপর্যয়ছিলকারণসরকারেরকর্মক্ষমতাখুবখারাপপর্যায়ে ছিল।“