ভারতে প্রথম মে দিবস পালন

১৯২৩ সালের ১ লা মে ভারতের তত্‍কালীন মাদ্রাজে, হিন্দুস্তান লেবার কিষান পার্টি প্রথম মে দিবসের আয়োজন করেছিল।চেন্নাইতে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে লাল পতাকা ওড়ানো হয় সেই দিন ।

author-image
New Update
may 2

নিজস্ব সংবাদদাতা: ১৯২৩ সালের ১ লা মে ভারতের তত্‍কালীন মাদ্রাজে, হিন্দুস্তান লেবার কিষান পার্টি প্রথম মে দিবসের আয়োজন করেছিল।চেন্নাইতে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে লাল পতাকা ওড়ানো হয় সেই দিন । ভারত-সহ ৮০টির বেশি দেশে পালিত হয় এই মে দিবস। মে দিবস "মহারাষ্ট্র দিবস" ও "গুজরাত দিবস" হিসেবেও পালিত হয়। ১ লা মে তারিখটি মে দিবস তথা আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসাবে সারা দেশে ছুটি হিসাবে পালিত হয়। অনেক সংগঠন এইদিনটি বিভিন্ন কর্মসূচির মাধ্যমেও পালন করে।