মহাকুম্ভে গৌতম আদানির ভাই,'দর্শন' করে কী বললেন তিনি?

এদিন মহাকুম্ভ থেকে সরাসরি সাক্ষাৎকার দেন রাজেশ। তিনি বলেন, 'আমাদের খুব ভালো 'দর্শন' হয়েছে। নিজেকে ধন্য মনে হচ্ছে। উত্তরপ্রদেশের প্রশাসন খুব ভালো কাজ করছে।

author-image
Jaita Chowdhury
New Update
AJHHanz,

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা: মহাকুম্ভে দর্শনে (Mahakumbh 2025) আদানি এন্টারপ্রাইজ লিমিটেড ম্যানেজিং ডিরেক্টর এবং আধুনিক গ্রুপের চেয়ারপার্সন গৌতম আদানির (Gautam Adani) ভাই রাজেশ আদানি।

এদিন মহাকুম্ভ থেকে সরাসরি সাক্ষাৎকার দেন রাজেশ। তিনি বলেন, 'আমাদের খুব ভালো 'দর্শন' হয়েছে। নিজেকে ধন্য মনে হচ্ছে। উত্তরপ্রদেশের প্রশাসন খুব ভালো কাজ করছে। আমরা সপরিবারে এখানে এসেছি। মহাকুম্বে এসে নিজেকে ধন্য মনে হচ্ছে। আমরা দেশের সমৃদ্ধির জন্য প্রার্থনা করছি।'