মহালয়া : দেবীর প্রাণ প্রতিষ্ঠার আগেই চক্ষুদান!

সামনেই দুর্গাপুজো। বাঙালিরা শ্রেষ্ঠ উৎসবের আনন্দ উদযাপন করবে। রথের দিন থেকেই শুরু হয়ে যায় খুঁটি পুজো। তারপর মহালয়ায় চক্ষুদান। দেবী পক্ষের শুরু।

author-image
Pallabi Sanyal
New Update
111

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা :  দুর্গাপুজোর সপ্তমীতে দেবী দুর্গার প্রাণ প্রতিষ্ঠা হলেও ত্রিনয়ণা দেবীর চক্ষুদান হয় মহালয়ায়। মহালয়া দিনটি বিশেষ গুরুত্বপূর্ণ এই কারণে। এই সময় থেকেই সূচনা হয় দেবী পক্ষের। মহালয়ার দিন স্নান সেরে একজন শিল্পী কুশের অগ্রভাগ দিয়ে প্রথমে মায়ের তৃতীয় নেত্র অঙ্কন করেন।এরপর আঁকেন বাম চোখ ও তারপর ডান নেত্র। পুরোহিত এই সময়ে জপ করেন মন্ত্র। এমনই হয়ে আসছে।

মহালয়ার অর্থ হল মহা আলয়।সেক্ষেত্রে দেবী দুর্গাই হলেন এই আলয় বা ভক্তের আশ্রয় স্থল। দেবীপক্ষে চক্ষুদান করে দেবীর আগমনের বার্তা ছড়িয়ে দেওয়া হয় দিকে দিকে।