'ধ্বংস করার মডেল'! প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সুর চড়ালেন বর্তমান

নির্বাচনমুখী রাজ্যে প্রচারে ঝড় বিজেপির। কংগ্রেসের উন্নয়নকে কটাক্ষ রাজ্যের মুখ্যমন্ত্রীর।

author-image
Pallabi Sanyal
New Update
bjp cong lada.jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা : জমে উঠেছে নির্বাচনী লড়াই। প্রচার পর্বে খতিয়ান তুলে ধরে চলছে শাসক-বিরোধীর আক্রমণাত্মক লড়াই। এবার মধ্যপ্রদেশে কংগ্রেসের কাজ নিয়ে খোঁচা দিলেন  মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। প্রাক্তন মুখ্যমন্ত্রী কমলনাথকে বিঁধে তিনি বলেন, "বিজেপির মডেল উন্নয়ন এবং জনকল্যাণের। কমলনাথের মডেল একটি পুরনো মডেল, মধ্যপ্রদেশকে ধ্বংস করার একটি মডেল। কমল নাথের মডেল একটি অপরাধের মডেল, একটি কমিশন মডেল এবং একটি দুর্নীতির মডেল । এই পুরানো মডেল ব্যর্থ হবে এবং বিজেপি সরকার গঠন করবে।"

hiring 2.jpeg