New Update
/anm-bengali/media/media_files/7ILDdnYBRKwZcXuXGTIZ.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ আবারও একবার নির্বাচনী আবহাওয়া গরম করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। সেইসঙ্গে তিনি নিশানা করলেন কংগ্রেস দলকে (Congress)। আজ বৃহস্পতিবার মধ্যপ্রদেশেরসাতনায়নির্বাচনীজনসভায়ভাষণদিলেনপ্রধানমন্ত্রীমোদী।তিনি বলেন, ‘মধ্যপ্রদেশেরউন্নয়নেরজন্যকংগ্রেসেরকোনওরোডম্যাপনেই।রাজ্যেরযুবসমাজকংগ্রেসেকোনওভবিষ্যতদেখছেনা।মোদীরদেওয়াগ্যারান্টিরওপররাজ্যেরআস্থারয়েছে। সব গ্যারেন্টির পূরণ হওয়ার গ্যারেন্টি আমরা দিচ্ছি।"
#WATCH | PM Modi addresses an election rally in Madhya Pradesh's Satna
— ANI (@ANI) November 9, 2023
"Congress has no roadmap for the development of Madhya Pradesh. The youth of the state sees no future in Congress. The state has faith in the guarantees given by Modi. Har guarantee ki poori hone ki… pic.twitter.com/0DJ0bdZhBz
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us