নিজস্ব সংবাদদাতা : নির্বাচনের সময় হয়ে এল। এবার নরেন্দ্র সিং তোমারের প্রসঙ্গ টেনে বিজেপিকে খোঁচা কংগ্রেস নেত্রী সুপ্রিয়া শ্রীনাতের। বোমা ফাটিয়ে তিনি বলেন, ''মোদীজি ইডি-ইডি খেলতে খুব পছন্দ করেন। মোদীজি যখন ঘাবড়ে যান, তখন তিনি ইডি-র কথা মনে করেন।নির্বাচনের সময় রাজস্থান থেকে ছত্তিশগড় পর্যন্ত ইডি যে তোলপাড় সৃষ্টি করেছিল তা সবার সামনে।এখন দেবেন্দ্র সিং তোমারের ভিডিও প্রমাণ পাওয়া যাচ্ছে। তাহলে নরেন্দ্র সিং তোমারের বাড়িতে কবে আসবে ইডি, সিবিআই, আইটি?মোদীজি, অমিত শাহ ও শিবরাজ আজ চুপ কেন?''
''মোদীজি ইডি-ইডি খেলতে খুব পছন্দ করেন''
কেন্দ্রীয় এজেন্সির তৎপরতা নিয়ে বিরোধীদের বরাবরের অভিযোগ, মোদী সরকার বেছে বেছে বিরোধীদেরকেই টার্গেট করছে। এবার ইডি-মোদী নিয়ে বড় মন্তব্য করলেন কংগ্রেস নেত্রী।
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা : নির্বাচনের সময় হয়ে এল। এবার নরেন্দ্র সিং তোমারের প্রসঙ্গ টেনে বিজেপিকে খোঁচা কংগ্রেস নেত্রী সুপ্রিয়া শ্রীনাতের। বোমা ফাটিয়ে তিনি বলেন, ''মোদীজি ইডি-ইডি খেলতে খুব পছন্দ করেন। মোদীজি যখন ঘাবড়ে যান, তখন তিনি ইডি-র কথা মনে করেন।নির্বাচনের সময় রাজস্থান থেকে ছত্তিশগড় পর্যন্ত ইডি যে তোলপাড় সৃষ্টি করেছিল তা সবার সামনে।এখন দেবেন্দ্র সিং তোমারের ভিডিও প্রমাণ পাওয়া যাচ্ছে। তাহলে নরেন্দ্র সিং তোমারের বাড়িতে কবে আসবে ইডি, সিবিআই, আইটি?মোদীজি, অমিত শাহ ও শিবরাজ আজ চুপ কেন?''