'ধোকা দিয়েছে দল', বিস্ফোরক স্বীকারোক্তি কংগ্রেস নেত্রীর?

কী আছে রাজ্যবাসীর কপালে?

author-image
SWETA MITRA
New Update
cong priya.jpg

নিজস্ব সংবাদদাতাঃ মধ্যপ্রদেশেরসানওয়ারেএকজনসভায়বক্তব্যরাখলেনকংগ্রেসেরসাধারণসম্পাদকপ্রিয়াঙ্কাগান্ধী বঢরা  (Priyanka Gandhi Vadra)। সেইসঙ্গে নিশানা করলেন রাজ্যের ক্ষমতাসীন দল বিজেপিকে। তিনি আজ বলেন, "এখানেউল্টোহনুমানজি'একটিজনপ্রিয়মন্দিররয়েছে। ২০১৮সালেআপনারা মধ্যপ্রদেশেসরকারনির্বাচিতকরেছেন।অহিরাভানযেভাবেভগবানরামলক্ষ্মণকেধোকাদিয়েছিল, ঠিকসেভাবেইআপনারা অর্থাৎ এই রাজ্যের জনগণপ্রতারিতহয়েছিল। কিছু বহুরূপী ছলনা করে আপনাদের সরকারকে অপহরণ করে নিয়েছে। আজ, আপনারা যদিহনুমানজিরমতোনাহনএবংনিজেরজন্যলড়াইনাকরেন, তাহলেকেকরবে? তিনবছরধরেআপনারাএমনএকটিসরকারেরহাতেভুগছেন, যাকেআপনারা নির্বাচিতইকরেননি।“