'কান খুলে শুনে রাখো রাহুল', তীব্র হুঙ্কার অমিত শাহের

একদিকে যখন ছত্তিশগড়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গিয়েছেন সেখানে অন্যদিকে মধ্যপ্রদেশ সফরে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

author-image
SWETA MITRA
New Update
AMIT MP.jpg

নিজস্ব সংবাদদাতাঃ মধ্যপ্রদেশেরশিবপুরীতেএকজনসভায়কংগ্রেসকেতীব্রআক্রমণকরলেনকেন্দ্রীয়স্বরাষ্ট্রমন্ত্রীঅমিতশাহ (Amit Shah)।তিনিবলেন, 'আপনাদেরএকটিভোটইনিশ্চিতকরবেআগামীপাঁচবছরেকেসরকারগঠনকরবে।একদিকেকংগ্রেস, যারাবহুবছরধরেমধ্যপ্রদেশকেঅন্ধকারেরেখেছিল, এটিকেবিমারুরাজ্যেপরিণতকরেছিল।অন্যদিকেবিজেপিসরকার, যারা১৮বছরেকৃষক, দলিত, অনগ্রসর, মহিলা, উপজাতিএবংযুবকদেরকল্যাণেকাজকরেছে।কংগ্রেসযখনএখানেশাসনকরেছিল, তখনতারাকেবলনিজেরঘরপূরণেরকাজকরেছিল।বিজেপিউন্নয়নেরজন্যকাজকরেছে।‘

কেন্দ্রীয়স্বরাষ্ট্রমন্ত্রীঅমিতশাহবলেছেন, ‘আমিআজকমলনাথকেবলতেএসেছিযে, সাহসথাকলেআমারকথারউত্তরদিন।২০০২সালেতিনিযখনমধ্যপ্রদেশছাড়েন, তখনএখানকারবাজেটছিলমাত্র২৩হাজারকোটিটাকা।বিজেপির১৮বছরেরশাসনামলেআজএখানেবাজেটবেড়েদাঁড়িয়েছেলক্ষ১৪হাজারকোটিটাকা।কংগ্রেসএসসি, এসটিএবংওবিসিদেরজন্যমাত্র,০০০কোটিটাকারবাজেটদিয়েছিল।আমরাতাবাড়িয়ে৬৪,০০০কোটিটাকাকরেছি। 

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, 'কেন্দ্রে যখন কংগ্রেস নেতৃত্বাধীন মনমোহন সিং সরকার ক্ষমতায় ছিল, তখন পাকিস্তান থেকে সন্ত্রাসীরা দেশে প্রবেশ করত এবং বোমা বিস্ফোরণ ঘটত, কিন্তু সরকার কিছুই করেনি। তারপর আপনি মোদীজিকে প্রচুর আসন দিয়ে বিজেপি সরকার গঠন করেছিলেন। পুলওয়ামা ও উরিতে পাকিস্তান ভুল করেছিল, কিন্তু ১০ দিনের মধ্যেই ভারতীয় সেনা পাকিস্তানের বাড়িতে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইক ও এয়ার স্ট্রাইক চালিয়ে জঙ্গিদের নির্মূল করে। মোদীজি দেশের সীমান্তনিরাপদ করার জন্য কাজ করেছেন। ২০১৯ সালে আমি যখন দলের সভাপতি ছিলাম, তখন রাহুল গান্ধী সারা দেশে বলতেন যে সেখানে মন্দির তৈরি হবে, কিন্তু তারিখ বলবেন না। রাহুল বাবা কান খুলে শুনে নাও ২০২৪ সালের ২২ জানুয়ারি দুপুর সাড়ে ১২টায় রাম লালা স্থাপন করতে চলেছে।'