'কংগ্রেস বিশ্বাসঘাতক', বিস্ফোরক অখিলেশ যাদব

অখিলেশ যাদব আরও বলেন, ২০২৪ সালের সাধারণ নির্বাচন যত দিন ঘনিয়ে আসছে, ততদিন বিজেপি জাতিভিত্তিক আদমশুমারির সমর্থনে এগিয়ে আসবে, কারণ তাঁর মতে, এটি ভোটারদের দাবি।

author-image
SWETA MITRA
New Update
akhi cong.jpg

নিজস্ব সংবাদদাতাঃ ইন্ডিয়া জোটে একসঙ্গে থাকলেও কংগ্রেসকে নজিরবিহীন ভাষায় আক্রমণ করলেন সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব (Akhilesh Yadav)। কংগ্রেসকে নতুন করে আক্রমণ করে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব অভিযোগ করেছেন যে কংগ্রেস তাঁর সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে। তিনি বলেন, ‘কংগ্রেসকে ভোট দেবেন না। এটা খুবই চতুর একটা দল। এটি এখন ভোটের স্বার্থে জাতিগত আদমশুমারিকে সমর্থন করছে।‘ অখিলেশ যাদব মধ্যপ্রদেশের টিকামগড় জেলার জাতারা নির্বাচনী এলাকায় এক জনসভায় বলেন, "যদি বিজেপি আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে থাকে, তাহলে জনগণ কীভাবে এর জন্য তাৎপর্যপূর্ণ?”