ভারতের আকাশে কি দেখা যাবে এই চন্দ্রগ্রহণ ?

চন্দ্রগ্রহণটি কোন সময়ে শুরু হবে, কোন সময়ে শেষ হবে, চন্দ্রগ্রহণের সময় কত? চন্দ্রগ্রহণ ভারতে দৃশ্যমান হবে কি না? সবকিছু জানতে চোখ রাখুন এই প্রতিবেদনটিতে।

author-image
SWETA MITRA
New Update
lunar india.jpg

নিজস্ব সংবাদদাতাঃ চলতি বছরের প্রথম চন্দ্রগ্রহণ (Lunar Eclipse 2023) হবে আগামী ৫ মে। আর বছরের প্রথম চন্দ্রগ্রহণ দেখার আগ্রহ স্বাভাবিকভাবেই সকলের মধ্যে রয়েছে। যদিও জানা যাচ্ছে, এটি ভারতের আকাশে দৃশ্যমান হবে না। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, চন্দ্রগ্রহণ আসলে কখন দৃশ্যমান হবে তা নির্ভর করে আপনি কোথায় অবস্থান করছেন তার উপর।  চন্দ্রগ্রহণের মোট সময়কাল হবে ৪ ঘন্টা ১৮ মিনিট। এই চন্দ্রগ্রহণের কিছু অংশ দক্ষিণ/পূর্ব ইউরোপ, এশিয়া, অস্ট্রেলিয়া, আফ্রিকা, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক, ভারত মহাসাগর ও অ্যান্টার্কটিকায় দৃশ্যমান হবে। এবারের এই চন্দ্র গ্রহণটি হল পেনামব্রাল। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে পেনামব্রাল কী? যখন পৃথিবীর ছায়া শুধুমাত্র এক দিক থেকে চাঁদের উপর পড়ে, তখন একে পেনমব্রাল চন্দ্রগ্রহণ বলে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ঠিক এই কারণে এই গ্রহণ সর্বত্র দেখা যাবে না।