রেজাল্টের আগেই শুরু হল ক্লাস! সংসদের নির্দেশিকায় শুরু বিরোধিতা

সেমিস্টার সিস্টেমে সিলেবাস শেষ করার জন্য হাতে রয়েছে অল্প দিন। তাই রেজাল্ট প্রকাশের আগেই ক্লাস শুরু করার নির্দেশ দিয়েছে সংসদ।আর সেই নির্দেশিকা প্রকাশ্যে আসতেই শুরু হল বিরোধিতা।

author-image
Jaita Chowdhury
New Update
;oijhgfvcx

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা: এখনও পর্যন্ত একাদশ শ্রেণির দ্বিতীয় সেমেস্টারের ফলপ্রকাশ হয়নি ৷ কিন্তু, তার আগেই শুরু দ্বাদশ শ্রেণির পঠপাঠন। নয়া বিজ্ঞপ্তি জারি করেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। যেখানে বলা হয়েছে, এপ্রিল মাসের প্রথম সপ্তাহ থেকেই তৃতীয় সেমেস্টারের ক্লাস শুরু হবে। অর্থাৎ, দ্বাদশ শ্রেণির ক্লাস শুরু হবে। তেমনই নির্দেশ সংসদের।

সম্প্রতি জারি হওয়া ওই নির্দেশিকায় বলা হয়েছে, যেহেতু সেমেস্টার ব্যবস্থায় খুব অল্প সময় হাতে রয়েছে, তাই যাতে  দ্রুত যাতে পঠনপাঠন শেষ করা যায়, তার জন্য এপ্রিল মাসের প্রথম সপ্তাহ থেকে তৃতীয় সেমেস্টারের ক্লাস শুরু করতে হবে স্কুলগুলিকে।

Ssc