নিজস্ব সংবাদদাতা: গ্রীষ্মের রাজত্বে তপ্ত শহর ও গ্রামবাংলা। সকাল ৫:১৫ মিনিটে সূর্যোদয়ের সঙ্গে সূর্যের চোখ রাঙানি শুরু, দুপুর গড়াতেই পারদ ছুঁয়েছে ৪০ ডিগ্রি সেলসিয়াস। দিনের শেষে, সূর্যাস্ত ঘটবে ঠিক ৬:০৯ মিনিটে।
আবহাওয়া দফতর জানিয়েছে, আজ সন্ধ্যার দিকে হালকা থেকে মাঝারি কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে, সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ ও দমকা হাওয়া বইতে পারে। শহরের মানুষজনের জন্য তাপপ্রবাহের সতর্কতা জারি রয়েছে।
/anm-bengali/media/media_files/2024/11/06/8sz8fMHgWXwCGFDQBTp0.jpg)
নদীমাতৃক বাংলায় আজ জোয়ারের প্রথম দফা শুরু হয়েছে সকাল ৯:৩০ মিনিটে এবং দ্বিতীয় দফা আসবে রাত ৯:৪৫ মিনিটে। আর ভাটার দেখা মিলবে দুপুর ৩:১৫ মিনিটে এবং মাঝরাত ৩টা নাগাদ। নদী পরিবহণ এবং মৎস্যজীবীদের জন্য সতর্কতা জারি।
গরমে হাঁসফাঁস করা জনজীবন আপাতত বৃষ্টি ভরসায় তাকিয়ে আকাশের দিকে। শেষ বিকেলের কালো মেঘের ভেলায় হয়তো মিলবে একটু স্বস্তি, নাহলে গরমের এই রাজত্ব আরও চলবে বলে মনে করছে আবহবিদরা।