New Update
/anm-bengali/media/media_files/2025/04/27/6QrQ4WaIC2lL27k9EOft.webp)
নিজস্ব সংবাদদাতা: জলমগ্ন কলকাতা। তার মধ্যে এল আরো এক সতর্কতা। আগামী শনিবার থেকে ফের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। নিম্নচাপের প্রভাব এখনো কাটেনি আর তার জেরেই বৃষ্টি। আগামীকালের জন্য একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। কাল নতুন করে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়ার কথা। এর মধ্যেই কলকাতার একাংশে ফের বৃষ্টি শুরু।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/5fJ6SM8GrBWiaj7oOoNJ.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us