New Update
/anm-bengali/media/media_files/i2RAQyDEZDenL9ffllfc.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: ফের তরুণজ্যোতি তিওয়ারির নিশানায় তৃণমূল। তিনি তৃণমূলকে নিশানা করেছেন। তিনি বলেছেন, "আপনারা রাত দখল করবেন, দিন দখল করবেন এবং ভোর দখলও করবেন... TMC শুধুমাত্র বুথ দখল করে আপনাদের মত প্রকাশের স্বাধীনতা পর্যন্ত কেড়ে নেবে"।
/anm-bengali/media/media_files/JNV2fzISVa0jWW7rcJ6j.jpg)
তৃণমূলকে সরাসরি তরুণজ্যোতি তিওয়ারির নিশানায় ব্যাপক শোরগোল শুরু হয়েছে। উল্লেখ্য, আরজি কর কাণ্ডে গোটা রাজ্য উত্তাল। রাত দখল থেকে শুরু করে দফায় দফায় সাধারণ মানুষ প্রতিবাদের সুর নিয়ে পথে নামছেন। ফলে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি তুলেছেন বিরোধীরা। এই পরিস্থিতি রাজ্য রাজনীতি নয়া কোন মোড় নেয় তাই এখন দেখার।
আপনারা রাত দখল করবেন, দিন দখল করবেন এবং ভোর দখলও করবেন...
— Tarunjyoti Tewari (@tjt4002) September 17, 2024
TMC শুধুমাত্র বুথ দখল করে আপনাদের মত প্রকাশের স্বাধীনতা পর্যন্ত কেড়ে নেবে।।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us/anm-bengali/media/media_files/aoyCAGIMJ6hmn8cNOa5u.webp)