সমাদহে সমারাহে , এই পুজো মণ্ডপে আসলে পাবেন আধ্যাত্মিক পরিবেশ

তারা  পুজো প্যান্ডেলের মধ্যে আধ্যাত্মিক পরিবেশ ফুটিয়ে তোলা চেষ্টায় এই থিম  তাদের পুজো বাজেট এবছর  প্রায় ৪০  লক্ষ টাকার মতো । এবং তাদের প্রতিমা শিল্পীর নাম অশিত পাল

author-image
Ananda Das
New Update
WhatsApp Image 2023-09-02 at 19.42.30.jpeg

দূর্গা পুজো আর মাত্র কয়েকটা দিন পর । বাতাসে বয়ে চলেছে শিউলি ফুলের গন্ধ । ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় প্যান্ডেল তৈরির কাজ শুরু হয়েগেছে । এবার মদিয়ালি ক্লাব  ৮৯ তম বর্ষে পদার্পণ করেছে । তাদের থিমের নাম সমারহে সমাদহে ‌ । তারা  পুজো প্যান্ডেলের মধ্যে আধ্যাত্মিক পরিবেশ ফুটিয়ে তোলা চেষ্টায় এই থিম  তাদের পুজো বাজেট এবছর  প্রায় ৪০  লক্ষ টাকার মতো । এবং তাদের প্রতিমা শিল্পীর নাম অশিত পাল ।