ডেডলাইন পেড়িয়েছে গতকাল, এবার মুখ্যসচিবকে তলব করলো জাতীয় নির্বাচন কমিশন

আগামীকাল বিকাল ৫টার সময় তাঁর সঙ্গে দেখা করবে নির্বাচন কমিশন। 

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
breaking new 1

নিজস্ব সংবাদদাতা: সোমবার বিকেল ৩টার ডেডলাইন পেরিয়ে গেলেও রাজ্য সরকার নির্বাচন কমিশনের নির্দেশ মতো কোনও কড়া পদক্ষেপ নিল না পাঁচ অভিযুক্ত কর্মীর বিরুদ্ধে। আর তার জেরে এবার দিল্লি থেকে ডাক পেলেন মুখ্যসচিব। মুখ্যসচিবকে ডেকে পাঠালো জাতীয় নির্বাচন কমিশন। আগামীকাল বিকাল ৫টার সময় তাঁর সঙ্গে দেখা করবে নির্বাচন কমিশন। 

কমিশন রাজ্যের চার অফিসার-সহ মোট পাঁচজনের বিরুদ্ধে এফআইআর ও সাসপেনশনের সুপারিশ করেছিল। কিন্তু মুখ্যসচিবের পাঠানো চিঠিতে স্পষ্ট বলা হয় কারও বিরুদ্ধে এফআইআর করা হয়নি, কাউকেই সাসপেন্ডও করা হয়নি।

পাঁচ অভিযুক্তের মধ্যে শুধুমাত্র বারুইপুর পূর্বের এএআরও সুদীপ্ত দাস এবং ডেটা এন্ট্রি অপারেটর সুরজিৎ হালদারকে নির্বাচন কমিশনের কাজ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বাকি অভিযুক্ত—বারুইপুর পূর্বের ইআরও দেবোত্তম দত্ত চৌধুরী, ওই কেন্দ্রের এএআরও তথাগত মণ্ডল এবং ময়নার ইআরও বিপ্লব সরকারের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।

election commission12.jpg

অভিযোগ ছিল, ভোটার তালিকায় অস্তিত্বহীন অফিসারের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। কমিশন পরপর তিনবার মুখ্যসচিবকে চিঠি দিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানায়। তবে রাজ্য সরকার চিঠিতে জানিয়েছে, জেলা প্রশাসনের আধিকারিকদের একাধিক দায়িত্ব থাকে, তার পাশাপাশি ইলেক্টোরাল রোলের কাজও দেখতে হয়। তদন্ত ছাড়া সরাসরি ব্যবস্থা নিলে অন্যদের উপর প্রভাব পড়তে পারে—এটাই সরকারের যুক্তি। আর এবার এই সবের জন্যে ডাক পেলেন মুখ্যসচিব।