/anm-bengali/media/media_files/RAh1VKqjGEHtOiiq8eMA.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: এবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে নিশানা করে বড় পোস্ট করেছেন তরুণজ্যোতি তিওয়ারি। ইতিপূর্বে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ট্যুইট করে সিঙ্গারা ও জিলাপি নিয়ে একটি পোস্ট করেছিলেন। এবার সেই পোস্ট-এর স্ক্রিনশট শেয়ার করেছেন তরুণজ্যোতি তিওয়ারি।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/05/29/MkMRVnkZ5QEdPBnvMa8Q.jpeg)
তিনি দাবি করেছেন, মুখ্যমন্ত্রীর এই ট্যুইটকে 'x'- এর তরফে ভুয়ো তথ্য ছড়ানোর বার্তা বলে জানানো হয়েছে। ট্যুইট করে তরুণজ্যোতি তিওয়ারি বলেন, "মুখ্যমন্ত্রীর X post এ community note, আগে সাধারণ জনগণ বলতো এখন x ও বলছে যে আমাদের মুখ্যমন্ত্রী মিথ্যাবাদী। সিঙ্গারা জিলাপি ইত্যাদি নিয়ে কোন নিষেধাজ্ঞা জারি করেনি কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক"। তরুণজ্যোতি তিওয়ারির ট্যুইট ঘিরে শোরগোল শুরু হয়েছে।
মুখ্যমন্ত্রীর X post এ community note, আগে সাধারণ জনগণ বলতো এখন x ও বলছে যে আমাদের মুখ্যমন্ত্রী মিথ্যাবাদী।
— Tarunjyoti Tewari (@tjt4002) July 15, 2025
সিঙ্গারা জিলাপি ইত্যাদি নিয়ে কোন নিষেধাজ্ঞা জারি করেনি কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। pic.twitter.com/fqs7u92073
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us