"x ও বলছে যে আমাদের মুখ্যমন্ত্রী মিথ্যাবাদী"- বড় পোস্ট

কি পোস্ট করলেন তরুণজ্যোতি তিওয়ারি?

author-image
Aniket
New Update
mamata banerjee bala.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: এবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে নিশানা করে বড় পোস্ট করেছেন তরুণজ্যোতি তিওয়ারি। ইতিপূর্বে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ট্যুইট করে  সিঙ্গারা ও জিলাপি নিয়ে একটি পোস্ট করেছিলেন। এবার সেই পোস্ট-এর স্ক্রিনশট শেয়ার করেছেন তরুণজ্যোতি তিওয়ারি।

fg

তিনি দাবি করেছেন, মুখ্যমন্ত্রীর এই ট্যুইটকে 'x'- এর তরফে ভুয়ো তথ্য ছড়ানোর বার্তা বলে জানানো হয়েছে। ট্যুইট করে তরুণজ্যোতি তিওয়ারি বলেন, "মুখ্যমন্ত্রীর X post এ community note, আগে সাধারণ জনগণ বলতো এখন x ও বলছে যে আমাদের মুখ্যমন্ত্রী মিথ্যাবাদী। সিঙ্গারা জিলাপি ইত্যাদি নিয়ে কোন নিষেধাজ্ঞা জারি করেনি কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক"। তরুণজ্যোতি তিওয়ারির ট্যুইট ঘিরে শোরগোল শুরু হয়েছে।