New Update
/anm-bengali/media/media_files/q2XqPs3jg5yF4QRJ8B4K.png)
File Picture
নিজস্ব সংবাদদাতা: মহিলাদের সম্মানের জন্যেই এই লড়াই। আর সেখানে আজ বিচিত্র চিত্র দেখা গেল সল্টলেকে। যেখানে রাজ্য মহিলা কমিশনের দফতরের বাইরে মহিলাদের রুখতে বিপরীতে দাঁড়ালো মহিলারাই। আজ রাজ্য মহিলা কমিশনের দফতরে তালা লাগাও কর্মসূচী পালন করেন বিজেপির মহিলা মোর্চার সদস্যরা। সেখানে তারা বিজেপির দলীয় কার্যালয় থেকে মিছিল শুরু করে রাজ্য মহিলা কমিশনের দফতরে যান। সেখানেই তখন অপেক্ষারত মহিলা পুলিশ কর্মীরা। মহিলা মোর্চাদের রুখতে রীতিমতো ব্যারিকেড নিয়ে দাঁড়িয়ে কয়েকশো মহিলা পুলিশ কর্মী। মুষলধারে বৃষ্টির মাঝেই দুই পক্ষ এদিন দাঁড়িয়ে থাকে মুখোমুখি। পরে অবশ্য পাঁচ জন মহিলা মোর্চার প্রতিনিধি যান রাজ্য মহিলা কমিশন দফতরের অন্দরে।
/anm-bengali/media/media_files/LZv62VzZDfPIigTzZ5nN.png)
/anm-bengali/media/media_files/aoyCAGIMJ6hmn8cNOa5u.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us