১৪ তারিখ রাত ১১টা, মেয়েরা দখল নিচ্ছে রাস্তার! রইল জমায়েতের পূর্ণাঙ্গ তালিকা

আপনিও যোগ দিচ্ছেন?

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2024-08-14 at 12.27.42 PM

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: আর জি কর মেডিক্যাল কলেজে ধর্ষণ ও খুনের দ্রুত বিচার চেয়ে মহিলাদের বিশেষ কর্মসূচি 'মেয়েরা রাত দখল করো'।

WhatsApp Image 2024-08-13 at 10.29.38 AM

কাল পেরোলেই স্বাধীনতা দিবস। আর সেই মাহেন্দ্রক্ষণেই মেয়েরা বাংলাজুড়ে জানাবে প্রতিবাদ। 

f

বাংলায় কোথায় কোথায় আজ রাত ১১টায় হচ্ছে প্রতিবাদ? রইল তালিকা। 

#এখনো_পর্যন্ত 

১৪ তারিখ রাত এগারোটায় এখনো অবধি যে যে জায়গায় জমায়েত হবে বলে জানানো হয়েছে -

কলেজ স্ট্রিট (7980560734 also +91 98307 59781)

একাডেমী অফ ফাইন আর্টস(9830215891)

যাদবপুর এইট বি(+91 89102 53676/
9875659784/
 76850 20424/80172 48044  also 
+91 98360 39066)

পূর্বালোক পার্ক,  যাদবপুর(8583008661)

সিঁথির মোড় (+91 99034 43906)

ডানলপ খালসা মডেল স্কুল 9163872312

মালদা ইংলিশ বাজার পোস্ট অফিস মোড় 

শিলিগুড়ি দার্জিলিং মোড় 

উত্তরপাড়া কলেজ মোড়

কোন্নগর সিনেমা হলের মোড় , ১১ টা

মধ্যমগ্রাম চৌমাথা মোড় (9836156390/9874595556)

উত্তরপাড়া সখের বাজার ( 9831926590)

নীলদর্পণ, বনগাঁ (9775512210)

রায়গঞ্জ, ঘড়িমোড় 

ব্যারাকপুর স্টেশন (9903061634)

দুর্গাপুর চতুরঙ্গ মাঠ (98000 24188)(9475151236)

আরামবাগ, সুধানীল সিনেমাতলা (790851010/7001922032)

হাওড়া পাওয়ার হাউস মোড় (62897 94702 / 7980023863)
হাওড়া মন্দিরতলা (9836347748)
হাওড়া আমতলা(7003848389)

জলপাইগুড়ি সদর হাদপাতাল (পুরনো ভবন, দশতলা নয়)(8371880532)

শান্তিপুর ডাকঘর

কোচবিহার দাস ব্রাদার্স মোড় (7063787231)

ইছাপুর - স্টোর বাজার ( 8240128172 )

বর্ধমান কার্জন গেট চত্বর

হাবড়া ১ নং রেলগেট

সোদপুর, বি. টি,রোড মোড় (9830836518/7980223487)

বেহালা শখের বাজার (8902338727/9933937524)

ব্যারাকপুর (9903061634)

বালি খাল (7003634886)
বালি পাবলিক লাইব্রেরি (+91 87770 68711)

সল্টলেক করুণাময়ী হাউজিং এস্টেট গেট ২, বাস স্ট্যান্ডের বিপরীতে (9836052721)

শ্যামবাজার পাঁচ মাথার মোড় (6291954461/7439630417)

নাগেরবাজার বাস স্টপ (9051921860)

শ্রীরামপুর পূর্ব (6290991138)
শ্রীরামপুর পশ্চিম(7278381998)
শ্রীরামপুর ই এস আই এর বিপরীতে (9339329201)

বাগুইহাটি, কলকাতা (9748409071)

বারাসাত ডাকবাংলো মোড় ( 7980179809/
9007884850) 

রতনপল্লী, বোলপুর (9088655159)

ফালাকাটা সুপার স্পেশালিটি হসপিটাল গেট (
9547500885) 

নিউটাউন বিশ্ব বাংলা গেট - 9830058641

বাঘা যতীন পার্ক, শিলিগুড়ি (+918250974515)
কোর্ট মোড়, শিলিগুড়ি(6294151188)

পঞ্চুর চক, মেদিনীপুর ( 7797340540/9749501875)

শিবপুর বি ই কলেজ ফার্স্ট গেট (9038100636)

দমদম চাতাল (8420565612/8017239825)

নবদ্বীপ (8918774628/8695233908)

বহরমপুর (9733205301/9064639289)

ক্যানিং (9593433170/9775295219)

চন্দননগর (94337 65970)

এয়ারপোর্ট এক নম্বর গেট (+91 78900 00924)

খড়গপুর আই আই টি (+917003879545)
ক্লক টাওয়ার (টিক্কা মোড়),  খড়গপুর

নৈহাটি পৌরসভা চত্বর (8777064285/7980337076)

পিপুলপাতি মোড়, চুঁচুড়া (৬:৩০) - ( 83350 48110)

গোবরডাঙা (৬:৩০) (8250963366/7029027742/9733867079)

ময়নাগুড়ি

অরুণাচল মোড়, খড়দহ স্টেশন রোড (8622038665)

বুনিয়াদপুর বাস স্ট্যান্ড (9475129029)

ইসলামপুর বাস টার্মিনাস (9933687385)

নিউ ব্যারাকপুর মিনিবাস স্ট্যান্ড (8910770532)

হলদিবাড়ি(9475912774)

ঋত্বিক সদনের সামনে, কল্যাণী (9831677722/9836729165)

চাকদহ থানার মোড়

ধানহাট মোড়, বাদকুল্লা

নিমতা কালচার মোড়

হরিণঘাটা বাজার চৌমাথা, নদীয়া

-------

পশ্চিমবঙ্গের বাইরেও হচ্ছে

বাঙ্গালোর - সিল্ক রোড জংশন, করমঙ্গলা ফোরাম মল, ফিনিক্স মার্কেট সিটি (8961412418/9108019204)

মুম্বই - ইনফিনিটি মল, আন্ধেরি ওয়েস্ট 

শেয়ার করে জানিয়ে দিন। নতুন জায়গা নির্ধারিত হলে জানাবেন৷

#rgkarmedicalcollege #rgkarprotest #বিচারচাই

WhatsApp Image 2024-08-13 at 10.33.26 AM

(তথ্য: ফেসবুক)