File Picture
নিজস্ব সংবাদদাতা: পুজোর আনন্দে মেতে ওঠা শহরে নেমে এল শোকের ছায়া। বেহালার নূতন দল পুজো মণ্ডপে প্রতিমা দর্শনের পর মর্মান্তিকভাবে মৃত্যু হল এক মহিলার। মৃতার নাম সঙ্গীতা রানা, বাড়ি হরিদেবপুরে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার গভীর রাতে প্রতিমা দর্শনের পর মণ্ডপ থেকে বেরোতেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সঙ্গীতা। এক্সিট গেটের সামনেই মাটিতে লুটিয়ে পড়েন তিনি। উপস্থিত পুলিশকর্মীরা তৎক্ষণাৎ CPR দেন এবং দ্রুত গ্রিন করিডর তৈরি করে তাঁকে বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
পুলিশের দাবি, সঙ্গীতা দীর্ঘদিন ধরেই হাঁপানির রোগী ছিলেন। পরিবার থেকেও তা জানানো হয়েছে। চিকিৎসা সাপোর্ট দেওয়া হলেও শেষমেশ বাঁচানো সম্ভব হয়নি। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
তবে পরিবারের পক্ষ থেকে পুলিশকে ঘিরে উঠেছে গুরুতর অভিযোগ। মৃতার এক আত্মীয় দাবি করেছেন, “মণ্ডপের ভিতরে এক দর্শনার্থীর সঙ্গে বচসার পরেই অসুস্থ হয়ে পড়েন সঙ্গীতা। বারবার অক্সিজেন সাপোর্ট চেয়েও পুলিশ ব্যবস্থা নেয়নি। যে অ্যাম্বুল্যান্স আনা হয়েছিল, তাতেও অক্সিজেনের ব্যবস্থা ছিল না”।
দুর্গাপুজোর আনন্দের আবহে এই মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে শোক ছড়িয়েছে বেহালাজুড়ে। একইসঙ্গে পুলিশের ভূমিকাকে ঘিরে উঠেছে বিতর্ক।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us