New Update
/anm-bengali/media/media_files/Mk4PNqXoQUi6Vtx7KrEr.jpg)
নিজস্ব সংবাদদাতা: রাজ্যের মহিলাদের জন্য প্রতি মাসে ৫০০ টাকা করে হাত খরচ বাবদ ভাতা হিসেবে দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। সেই টাকাই গত ২৬ মাস ধরে পাচ্ছিলেন এক যুবক। এমনই ঘটনা সামনে এল এল এবার রঘুনাথগঞ্জের সেকেন্দ্রা গ্রাম থেকে। ব্লক অফিসে ধর্না দিয়ে ফরিদা খাতুন নামে এক মহিলা বারবার এই অভিযোগ জানাচ্ছিলেন। সেই অভিযোগে পাত্তা দেননি কেউ। কয়েকদিন আগেই সেখানে নতুন বিডিও আসেন। তা শুনে ফরিদা তাঁর অভিযোগ নিয়ে ২ দিন আগে হাজির হন নতুন বিডিও-র কাছে নালিশ করতে। দ্রুত দুর্নীতির তদন্ত করে ২৪ ঘণ্টার মধ্যে ফরিদার হাতে টাকা তুলে রঘুনাথগঞ্জ ২-এর বিডিও দেবোত্তম সরকার। এই ঘটনায় প্রশাসনিক গাফিলতি যে রয়েছে সেটা অস্বীকার করছেন না বিডিও। ফরিদার অভিযোগ ছিল যে তাঁর প্রাপ্য টাকাই পাচ্ছিলেন ওই যুবক।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us