/anm-bengali/media/media_files/2024/10/22/BrQH0Q7KlMcX4H0M0sCQ.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: নভেম্বরের শেষদিকে আচমকা তাপমাত্রা বৃদ্ধিতে শীতের আশায় থাকা বাঙালির মন ভীষণ অস্থির। তবে অপেক্ষার পালা আর বেশি দিন নয়। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ডিসেম্বরের প্রথম সপ্তাহ পেরোলেই রাজ্যে ফিরতে চলেছে বহু প্রতীক্ষিত শীতের আমেজ। সপ্তাহের মাঝামাঝি থেকেই নেমে আসবে পারদ, সঙ্গে বইবে চেনা হিমেল হাওয়া।
গত ছয় দিনে টানা তাপমাত্রা বৃদ্ধির জেরে কলকাতা সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় শীতের অনুভূতি কার্যত উধাও হয়ে গিয়েছিল। নভেম্বরের মাঝামাঝি কয়েকদিনের টানটান ঠান্ডা হাওয়া মিলিয়ে গিয়ে মাসের শেষে পারদ বেড়ে পৌঁছে গিয়েছে ১৮ ডিগ্রি সেলসিয়াসে। ডিসেম্বরের দোরগোড়ায় দাঁড়িয়েও ফলে মিলছিল না মূলত শীতের ছোঁয়া।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2024/12/11/86ZtxBOI4bUGIvXuo5xf.jpg)
তবে আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, এখনও প্রকৃত শীতের মৌসুম শুরু হয়নি। দিন বাড়ার সঙ্গে গরমের দাপট অনুভব করা গেলেও সকাল ও সন্ধ্যার হালকা শিরশিরানি জানান দিচ্ছে মৌসুম বদলের পূর্বাভাস।
সরকারি তথ্য অনুযায়ী, সোমবার রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ ডিগ্রির আশেপাশে। দক্ষিণবঙ্গের মধ্যে সবচেয়ে শীতল ছিল কল্যাণী—সেখানে পারদ নেমেছে ১৪ ডিগ্রি সেলসিয়াসে। উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে তাপমাত্রা আরও কম, ১৩ ডিগ্রি সেলসিয়াস।
সব মিলিয়ে, আবহাওয়াবিদদের দাবি—ডিসেম্বরের প্রথম সপ্তাহ শেষ হতেই শীতের ‘রিটার্ন টিকিট’ নিশ্চিত। এখন শুধু অপেক্ষা, সকালের কুয়াশা আর রাতের জমাট ঠান্ডা হাওয়া নিশ্চিন্তে জানিয়ে দিক — “শীত এসে গেছে!”
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us