/anm-bengali/media/media_files/Q2OJOULXQtpHPBhdgJVX.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা : রাজ্যপাল সি ভি আনন্দ বোসের সঙ্গে যখন তৃণমূলের সম্পর্কের সমীকরণ বদলাচ্ছে সেই সময় বোসকে ডেডলাইন স্মরণ করিয়ে কার্যত হুঁশিয়ারি দিলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। এক্স হ্যান্ডেলে কুণাল রাজ্যপালকে স্মরণ করিয়ে দেন যে বকেয়া ইস্যুতে কেন্দ্রীয় সরকারে মোকাবিলা করার জন্য ২৪ ঘন্টার যে সময়সীমা তিনি বেঁধে দিয়েছিলেন সেটাই স্মরণ করিয়ে দিলেন আরেকবার। যে তিনটি প্রশ্ন কেন্দ্রের কাছে তুলে ধরার জন্য অনুরোধ করা হয়েছিল সে বিষয়টিও স্মরণ করার কুণাল। তারপর বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়ে বোসের উদ্দেশ্যে লেখেন, ''দিল্লির জমিদার এবং বাংলায় তাদের হেনচমেন কাউন্টারপার্টস, এইটা বুঝুন: ৫ দিনের ধর্না ছিল নিছক একটা ট্রেলার। যদি ৩১ অক্টোবরের মধ্যে কোনো ইতিবাচক প্রতিক্রিয়া বা ফলাফল না আসে, তবে পরের দিনই ধর্না আবার শুরু হবে যা আগের চেয়ে আরও বড়, সাহসী এবং আরও দৃঢ় হবে।''
Just to jog @BengalGovernor's memory, I respectfully remind him of the generous 24-hour deadline he set for himself to confront the Central Govt. and demand answers as to whether:
— Kunal Ghosh (@KunalGhoshAgain) October 10, 2023
👉21 lakh individuals have toiled tirelessly under the 100 Days of Work Scheme
👉Their rightful…
/anm-bengali/media/post_attachments/Q4WKwcv1EpFvpzPjlYrR.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us