নির্বাচন কমিশনারকে সরাতে পারেন না রাজ্যপাল! রাজীবের অধীনেই হবে ভোট?

রাজ্যপাল নির্বাচন কমিশনারকে তাঁর পদ থেকে সরাতে পারেন না। তাই সুপ্রিম কোর্ট বা কোনও রাজ্যের হাই কোর্টের বিচারপতিকে ‘বরখাস্ত’ করতে যে সাংবিধানিক রীতি অনুসরণ করতে হয়, নির্বাচন কমিশনারকে সরাতে গেলেও তাই প্রয়োগ করতে হবে।

New Update
rajivcv

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিংহের যোগদান রিপোর্টে সই না করে ফিরিয়ে দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এর প্রেক্ষিতে প্রশ্ন উঠেছে রাজীব সিনহার ওই পদে থাকা নিয়ে এবং রাজ্যের পঞ্চায়েত ভোটের ভবিষ্যৎ নিয়ে। তবে জানা গেছে যে নির্বাচন কমিশনারের যোগদান রিপোর্টে সই না করে ফিরিয়ে দিয়ে রাজ্যপাল তাঁর ক্ষোভের বহিঃপ্রকাশ করলেও নির্বাচন কমিশনারকে তাঁর পদ থেকে সরাতে পারেন না। আসলে সেই এক্তিয়ার তাঁর নেই। নির্বাচন কমিশনারকে ওই পদ থেকে সরাতে গেলে ‘ইমপিচমেন্ট’ প্রয়োগ করতে হবে। তাঁর বিরুদ্ধে সংসদে ‘ইমপিচমেন্ট’ প্রস্তাব আনতে হবে রাষ্ট্রপতির অনুমোদন নিয়ে। ইস্তফা না দিলে রাজীব সিনহার পরিচালনাতেই রাজ্যের পঞ্চায়েত ভোট হওয়ার সম্ভাবনা রয়েছে।