আজ কি ফের কলকাতা ও বৃষ্টির ঘনিষ্ঠতা বাড়বে? কি দেখবে শহরবাসী?

কেমন থাকবে আজ কলকাতার আবহাওয়া?

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
in-kolkata rain_2.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: কলকাতার আকাশ আজ সকাল থেকেই মেঘাচ্ছন্ন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে আর্দ্রতাও। শহরের তাপমাত্রা বেড়ে দাঁড়িয়েছে প্রায় চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াসে। বাতাসে আর্দ্রতার পরিমাণ আশি শতাংশেরও বেশি। এই পরিস্থিতিতে ঘাম এবং অস্বস্তির মাত্রা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। অনেক এলাকায় দুপুর নাগাদ অল্পবিস্তর বৃষ্টি হয়েছে, তবে তা গরম কমাতে বিশেষ কার্যকর হয়নি।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ বিকেল থেকে রাতের দিকে শহরের বিভিন্ন অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে উত্তর ও মধ্য কলকাতায় মেঘ ঘন হয়ে উঠেছে, যা বৃষ্টির সম্ভাবনা আরও জোরালো করছে। হাওড়া, বেহালা এবং সাউথ সিটি সংলগ্ন এলাকায় ইতিমধ্যেই কালো মেঘ দেখা গেছে।

এই আর্দ্র আবহাওয়ায় বহু মানুষ শারীরিকভাবে অসুস্থ বোধ করছেন। পথচারীদের মধ্যে হিট স্ট্রোকের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এই অবস্থায় বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন প্রচুর জল খেতে এবং সরাসরি রোদে বেশি সময় না কাটাতে। হাসপাতালগুলোর জরুরি বিভাগেও গরম ও ঘামঘনিত অসুস্থতার সংখ্যা কিছুটা বৃদ্ধি পেয়েছে বলে জানানো হয়েছে।

kolkata rain.jpg

যানবাহনের গতিও আজ তুলনামূলকভাবে ধীর। বেহালা, গড়িয়া, কাঁকুরগাছি এবং বাইপাসের কিছু অংশে জল জমে থাকার কারণে গাড়ি চলাচলে বিঘ্ন ঘটছে। কলকাতা পুরসভা জানিয়েছে, তারা পরিস্থিতির উপর নজর রাখছে এবং প্রয়োজনে দ্রুত নিষ্কাশনের ব্যবস্থা নেওয়া হবে।

আবহাওয়া দফতর আরও জানিয়েছে, আগামী কয়েক দিন শহরের আবহাওয়া একই রকম থাকতে পারে। কখনও রোদের দেখা মিলবে, আবার কখনও ঘন মেঘে ঢেকে যাবে আকাশ। সোমবার ও মঙ্গলবার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বিশেষ করে সন্ধ্যা ও রাতের দিকে।

কলকাতার মানুষজনের প্রতি পরামর্শ, বিশেষ প্রয়োজনে ছাতা নিয়ে বেরোন এবং বৃষ্টির সময় গাড়ির নিচে বা বিদ্যুতের খুঁটির আশেপাশে দাঁড়ানো থেকে বিরত থাকুন। এই অস্থির আবহাওয়ার মাঝে নিজেকে সুস্থ রাখা ও সতর্ক থাকা এখন সবচেয়ে জরুরি।