Anusmita Bhattacharya
আপডেট করা হয়েছে
New Update
/anm-bengali/media/media_files/moGi3dpJYnLh7ivdc3B1.jpg)
নিজস্ব সংবাদদাতা: বহু বছর ধরে ডিএ মামলা জারি রয়েছে হাইকোর্টে। ২০২২ সালের ২০ মে কলকাতা হাই কোর্ট নির্দেশ দেয় যে আগামী তিন মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে। সেই রায়কে চ্যালেঞ্জ করে রাজ্য রিভিউ পিটিশন দাখিল করলে তা খারিজ করে দেওয়া হয়।
/anm-bengali/media/media_files/SAO0zxIsMxu31mYP0ycx.jpg)
তার মধ্যে রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করে তিনটি রাজ্য সরকারি কর্মচারী সংগঠন। সেই মামলার মাঝেই আবার সুপ্রিম কোর্টে যায় রাজ্য। ফলে সরকারি কর্মচারীদের ভাগ্য ঝুলছে সুপ্রিম কোর্টের রায়ের ওপর। মামলার শুনানি গত ১৮ মার্চ আটকে যায়। আগামী ১৫ জুলাই সরকারি কর্মীদের ডিএ মামলাটি সুপ্রিম কোর্টে উঠবে।
/anm-bengali/media/post_attachments/bded36de3b0e85b2d1072da7a4342b1b689f6b53c6f091a2458941d0ee7278a1.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us