New Update
/anm-bengali/media/media_files/xtVlxkaVSlfqaQf5ALpp.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা: টানা ৫৩ ঘণ্টা জেরা করা ও তল্লাশি চালানোর পর আটক করা হয়েছে বাংলার এক মন্ত্রীর ঘনিষ্ঠ ব্যবসায়ীকে। তার নাম বাকিবুর রহমান। রেশন বন্ধন দুর্নীতিতে আটক করল তাকে ইডি। এবার প্রশ্ন উঠছে কোন মন্ত্রীর ঘনিষ্ঠ সে? অনুমান করা হচ্ছে যেহেতু বিষয়টি রেশনে দুর্নীতির তাই খাদ্যমন্ত্রী রথীন ঘোষ জড়িত থাকতে পারেন। এবার এমনটা হলে স্বাভাবিকভাবেই ইডির নজরে পড়তে পারেন খাদ্যমন্ত্রী। যদিও এটা যে কোনও দুর্নীতি সেটা মানতে নারাজ খাদ্যমন্ত্রী। এর কিছুদিন আগেই পুর নিয়োগ দুর্নীতি মামলায় তদন্তে নেমে খাদ্যমন্ত্রীর থেকে ইডি বাজেয়াপ্ত করেছে মোবাইল ও ল্যাপটপ।
/anm-bengali/media/media_files/WbHH0Wlrtr7ktoPk5ILR.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us