New Update
/anm-bengali/media/media_files/dM4GeFjcZ76c0aYSA1i3.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা: ২২ জানুয়ারি রাম লালার প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানের জোরকদমে প্রস্তুতি চলছে। এই অনুষ্ঠান উপলক্ষ্যে সারা দেশ থেকে অসংখ্য ভিভিআইপিকে আমন্ত্রণ জানানো হয়েছে। সেইদিন কী অযোধ্যায় যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? প্রশ্ন শুনেই তিনি কী বললেন সাংবাদিকদদের? মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'তোমরা সব জেনে বসে আছ, আমি তো কিছু জানি না'। যাবেন না কি যাবেন না, সেই উত্তর সরাসরি দেননি তিনি।
/anm-bengali/media/media_files/WbHH0Wlrtr7ktoPk5ILR.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us