Anusmita Bhattacharya
আপডেট করা হয়েছে
New Update
/anm-bengali/media/media_files/Lz6qMAc9RlwcuKM1seua.jpg)
নিজস্ব সংবাদদাতা: বিজেপি নেতা তথাগত রায় করলেন এক বিশেষ পোস্ট।
তিনি লেখেন, অমানবিক পর্দাপ্রথার বিরুদ্ধে মন্তব্য করা মাত্র কামাছা (কাঠমোল্লা-মাদ্রাসা ছাপ) গোষ্ঠী লাফাতে আরম্ভ করেছে। এদের যুক্তি হচ্ছে, পর্দা ছেড়ে দেওয়া মানে নাকি ল্যাংটো হয়ে যাওয়া। তাহলে কি কামাছা পুরুষরা ল্যাংটো হয়ে চলাফেরা করছে ?
আমি এদের পুরুষদের চ্যালেঞ্জ করেছিলাম ভাদ্র মাসের গরমে ওরকম একটা চলমান কালো তাঁবুর মধ্যে তিনদিন থাকতে, যাতে তারা মেয়েদের যন্ত্রনাটা বুঝতে পারে। সে বিষয়ে কিন্তু সবাই চুপ।
অমানবিক পর্দাপ্রথার বিরুদ্ধে মন্তব্য করা মাত্র কামাছা (কাঠমোল্লা-মাদ্রাসা ছাপ) গোষ্ঠী লাফাতে আরম্ভ করেছে। এদের যুক্তি হচ্ছে, পর্দা ছেড়ে দেওয়া মানে নাকি ল্যাংটো হয়ে যাওয়া। তাহলে কি কামাছা পুরুষরা ল্যাংটো হয়ে চলাফেরা করছে ?
— Tathagata Roy (@tathagata2) December 27, 2024
আমি এদের পুরুষদের চ্যালেঞ্জ করেছিলাম ভাদ্র মাসের…
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us