/anm-bengali/media/post_banners/SdKnPPjIBaRQ0ENAK9z4.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতাঃ আর জি করের ঘটনার প্রতিবাদে এবং সুরক্ষার দাবীতে জুনিয়র ডাক্তার কর্ম বিরতিতে রয়েছেন। এই আবহে রাজ্য রাজনীতি তোলপাড় হয়েছে।
/anm-bengali/media/media_files/4Hbq5n2zjlBmA8BF5gtN.jpg)
এই আবহে তৃণমূল নেতা কুণাল ঘোষ এক এক্স বার্তায় লিখেছেন, '' ফের কর্মবিরতির হুঁশিয়ারি। অথচ এই নথিগুলি সম্পর্কে নীরবতা। যাঁদের সই, সম্মতি বলে দৃশ্যমান, সত্যতা নিয়ে তাঁদের মুখে কুলুপ। তদন্তে সিবিআই, মামলা সুপ্রিম কোর্টে। পুজো সামনে। কর্মবিরতির হুমকি। থ্রেট কালচার নয়? পরিকাঠামো উন্নত হয়েছে, আরও কাজের চেষ্টা চলছে। তবু, আবার কর্মবিরতি? কেন? ''
ফের কর্মবিরতির হুঁশিয়ারি। অথচ এই নথিগুলি সম্পর্কে নীরবতা। যাঁদের সই, সম্মতি বলে দৃশ্যমান, সত্যতা নিয়ে তাঁদের মুখে কুলুপ। তদন্তে সিবিআই, মামলা সুপ্রিম কোর্টে। পুজো সামনে। কর্মবিরতির হুমকি। থ্রেট কালচার নয়? পরিকাঠামো উন্নত হয়েছে, আরও কাজের চেষ্টা চলছে। তবু, আবার কর্মবিরতি? কেন? pic.twitter.com/Fq4bbSgzEg
— Kunal Ghosh (@KunalGhoshAgain) September 29, 2024
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us/anm-bengali/media/media_files/Z1M1eSN5KAzVVjf0hEAc.jpg)