New Update
/anm-bengali/media/media_files/yulGSugi11vIlKo57KBA.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা: জামিন পেতে মরিয়া হয়ে উঠেছেন পার্থ চট্টোপাধ্যায়। বারবার অসুস্থতার দাবি করেও খারিজ হয়ে যাচ্ছিল জামিন। কারণ বারবার উঠছিল তাঁর 'প্রভাবশালী' হওয়ার তত্ত্ব। এবার বিস্ফোরক দাবি করলেন তিনি। 'সামনে পুজো আছে, পরিবার আছে, জামিন দিন', আদালতে সওয়াল নিয়োগ দুর্নীতিতে ধৃত প্রাক্তন শিক্ষামন্ত্রীর। আজ তিনি এও দাবি করেন যে এক বছর ধরে তাঁর বিরুদ্ধে কোনও তথ্যপ্রমাণ পেশ করতে পারেনি সিবিআই।
সম্প্রতি আদালতে 'প্রভাবশালী তত্ত্ব' দিয়েছিল ইডি। তাতে গোয়েন্দা সংস্থার আধিকারিকদের পক্ষ থেকে দাবি করা হয় যে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী জামিন পেয়ে গেলে তথ্যপ্রমাণ লোপাট করার চেষ্টা করতে পারেন। তবে এবার পুজোর আগেই কেন জামিন পেতে চাইছেন পার্থ? আবার কোন পরিকল্পনা রয়েছে তাঁর?
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us