কেন লাঠিচার্জ ?

ব্যাখ্যা দিল লালবাজার।

author-image
Jaita Chowdhury
New Update
চাকরির দাবিতে ধুন্ধুমার পরিস্থিতি, বিক্ষোভকারীদের ওপর লাঠিচার্জ পুলিশের

নিজস্ব সংবাদদাতা: কসবার ডিআই অফিসে চাকরিহারাদের উপর পুলিশের লাঠিচার্জ কেন? ব্যাখ্যা দিল লালবাজার। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে কলকাতা পুলিশের দাবি, বুধবার কসবার ডিআই অফিসে বিক্ষোভকারীদের মধ্যে একজনকে বলতে শোনা যায় "পেট্রোল দিয়ে জায়গাটা জ্বালিয়ে দাও”। একথা শোনার পরই লাঠিচার্জের সিদ্ধান্ত নিতে হয়েছে বলে দাবি পুলিশের ৷

 

SSC PROTEST