একসঙ্গে ৮০০ কোম্পানি নয়! একাধিক দফায় ভোট করাতে ‘চাপ’ দিচ্ছে কেন্দ্র?

পঞ্চায়েত ভোটে প্রথমে ২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চাইল কমিশন। পরে আরও ৮০০ কোম্পানি বাহিনী চাওয়া হয়। এখনও পর্যন্ত মোট ৩৩৭ কোম্পানি বাহিনী পাঠানোর বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

author-image
Anusmita Bhattacharya
New Update
votepoll

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: একাধিক দফায় পঞ্চায়েত ভোট করার দাবি জানিয়েছে বিজেপি। এবার পঞ্চায়েত নির্বাচনে রাজ্যে একসঙ্গে ৮০০ কোম্পানি বাহিনী পাঠাবে না কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। ৩১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠানোর বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। কেন্দ্রের কাছে মোট ৮২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চেয়েছে রাজ্য নির্বাচন কমিশন। আগেই ২২ কোম্পানি বাহিনী পাঠানোর বিজ্ঞপ্তি জারি করে কেন্দ্র। বৃহস্পতিবার আরও ৩১৫ কোম্পানি বাহিনী পাঠানোর বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। রাজ্যে অশান্তির একাধিক ঘটনা প্রকাশ্যে এসেছে। আগামী ৮ জুলাই হবে নির্বাচন। তাহলে একসঙ্গে কেন ৮০০ কোম্পানি বাহিনী পাঠাচ্ছে না অমিত শাহের মন্ত্রক? তাহলে কি পঞ্চায়েত ভোট একাধিক দফায় করার ‘চাপ’ দিতেই এই সিদ্ধান্ত নিল কেন্দ্র?