নিজস্ব সংবাদদাতা: স্বল্প পরিচিত হলেও অভিনেত্রী অর্পিতা মুখোপাধ্যায়ের বিলাসবহুল ফ্ল্যাট ছিল চমকে দেওয়ার মতো। তার অন্দরমহলে টাকার পাহাড় চমকে দিয়েছিল গোয়েন্দাদের। থরে থরে সাজানো বান্ডিল দেখে যখন অবাক সবাই তারই মধ্যে সামনে আসে আরও চমকপ্রদ তথ্য।
পার্থ-অর্পিতার ‘অপা’ নামে একটি আস্ত বাড়ির সন্ধানও পাওয়া যায় শান্তিনিকেতনে। তার প্রায় ৩০ মাস পরে শীর্ষ আদালতের শুনানিতে পার্থ-অর্পিতা প্রসঙ্গ। বুধবার সুপ্রিম কোর্টে মামলা উঠতেই প্রশ্ন একজনের জামিনের জন্য কি আর একজনের ঘাড়ে চাপছে দোষ? প্রেসিডেন্সি জেলে বন্দি পার্থ চট্টোপাধ্যায়। অন্যদিকে, আলিপুর মহিলা সংশোধনাগারে দীর্ঘ আড়াই বছর কাটিয়ে সদ্য জামিন পেলেন অর্পিতা মুখোপাধ্যায়। একটি ভার্চুয়াল শুনানিতে পার্থ ও অর্পিতা একে অপরকে দেখে যেভাবে উচ্ছ্বসিত হন, তাতে বোঝা যায় সেই সম্পর্ক অটুট। কিন্তু এবার কি সেই অর্পিতা ভয় পাচ্ছেন পার্থকে? পার্থ জামিন পেলে তথ্য প্রমাণ লোপাট করার দাবি উঠল। অতিরিক্ত সলিসিটর জেনারেল এসভি রাজু এও জানান অর্পিতা মুখোপাধ্যায় নিজেই বলেছেন যে পার্থকে ভয় পাচ্ছেন।