Probha Rani Das
আপডেট করা হয়েছে
New Update
/anm-bengali/media/media_files/C6M3gI6ZkGO0Ovuj0sgX.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতাঃ আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং হত্যার ঘটনায় রাজ্য তথা দেশ জুড়ে শুরু হয়েছে তীব্র প্রতিবাদ। IMA-এর ডাকে আজ দেশজুড়ে চিকিৎসকদের কর্মবিরতি। এই বিষয় নিয়ে আজ বিশেষ মন্তব্য করলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।
/anm-bengali/media/media_files/C31NL5jpEqnnQ4im8N8y.jpg)
তিনি বলেছেন, “নিরীহ রোগীরা তো অন্যায় করেনি। নিরীহ রোগীরা কেন শাস্তি পাচ্ছেন? অন্যায় হয়েছে কেউ অস্বীকার করছে না। সিবিআই দেখছে, তদন্ত হোক, আইনের হাত অনেক লম্বা। আমরা আর কদিন আছি, আমাদের শেষবেলা চলছে। অভিষেক আমাদের সঙ্গে আছে, সক্রিয় আছে।”
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us